মাইক্রো কম্পিউটার স্কুলের প্রতিষ্ঠাতা শাহ আলমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সর্বপ্রথম কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান মাইক্রো কম্পিউটার স্কুল ও সিইআই পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শাহ আলম ইন্তেকাল করেছেন। গত রোববার বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
সোমবার (২৯ মে) সকালে দক্ষিণ গুণরাজদী আব্দুর রশিদ পাটোয়ারী সড়ক (লুৎফুর রহমান পাটোয়ারী বাড়ির সামনের মাঠে) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে মরহুমের মরদেহ ফরিদগঞ্জের ভাটেরগাঁও গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে ভাটেরগাঁও মিয়াজী বাড়িতে সকাল সাড়ে ১০টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম মো. শাহ আলমের প্রতিষ্ঠিত মাইক্রো কম্পিউটার স্কুল, জে.এম সেনগুপ্ত রোডস্থ নাজিরা বিল্ডিংয়ে অবস্থিত। তিনি বহু বছর যাবৎ সেখানে চাঁদপুরের অনেক ছেলে-মেয়েকে কম্পিউটার শিক্ষাদান করেছেন। এরপর তিনি চাঁদপুরে সিইআই পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তিনি চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক মেম্বার ছিলেন।

৩০ মে, ২০২৩।