মাইনুল হোসেন খান নিখিলকে মতলব উত্তর শ্রমিক লীগের শুভেচ্ছা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃতী সন্তান আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম সেলিমসহ নেতৃবৃন্দ।
গতকাল সোমবার বিকালে মাইনুল হোসেন খান নিখিল নিজ বাড়িতে আসার সময় গালিম খাঁ বাংলাবাজার ব্রিজে ফুলেল শুভেচ্ছা জানান। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কেন্দ্রিয় যুবলীগের কংগ্রেসে মতলব উত্তরের কৃতী সন্তান মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এজন্য আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে আলহাজ মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।