মালয়েশিয়ায় এনটিভি ফুটসাল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’ দর্শক ফোরাম মালয়েশিয়ার আয়োজনে ‘এনটিভি ফুটসাল টুর্নামেন্ট-২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি ১৯ ডিসেম্বর দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেবে মালয়েশিয়ার বিভিন্ন এলাকার থেকে আগত ২২টি দল। কুয়ালালামপুরের সেতাপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
গত শনিবার বিকালে রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ^ দরবারে বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে। মহান বিজয় দিবসে এনটিভি ফুটসালের আয়োজন করতে পেরে ভালো লাগছে। আশা করি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা আনন্দের সঙ্গে টুর্নামেন্টটি উপভোগ করতে পারবেন।
বক্তব্য শেষে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের বিভিন্ন দলের খেলোয়াড় ও উপস্থিত সংবাদকর্মীদের প্রশ্নের উত্তর দেন। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান পিএসএসবি গ্রুপের প্রতিষ্ঠান মামার বাড়ি রেস্টুরেন্টের পরিচালক মো. সাইফুল ইসলাম, ইউটিএস মাজু কনস্ট্রেশন এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. অলি উল্লাহ, টিম ইলেভেন কক্সবাজারের পরিচালক ইমতিয়াজ আবির উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জেটিজি এন্টারপ্রাইজের পরিচালক মো. রাসেল, বেস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিং এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. আল আমিন হোসাইন, মাই টপ স্ট্রিওমর পরিচালক মো. আলামিন মিয়া প্রমুখ। পরে প্রত্যেক দলের খেলোয়াড়ের মধ্যে এনটিভির জার্সি বিতরণ করা হয়।

০৬ ডিসেম্বর, ২০২১।