ফিলিস্তিনে ইসরায়েলীদের নৃশংস হামলার প্রতিবাদে
স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে এবং বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সারাদেশের মতো চাঁদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্কুল-কলেজ-মাদরাসার ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা। পৃথক পৃথক ব্যানারে ইসলামী দলগুলোর পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল বের করা হয়।
গত সোমবার ও মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদিন হাসান আলী সরকারি হাই স্কুল মাঠ, চাঁদপুর সরকারি কলেজ, বাসস্ট্যান্ড, শপথ চত্বরে বিভিন্ন ইসলামী দল, সংগঠন ও স্কুল-কলেজ-মাদরাসার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে। সোমবার প্রথমে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলটি হাসান আলী হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড অভিমুখী সড়ক হয়ে চাঁদপুর শহরের শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমানরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অবিলম্বে বন্ধের জোর দাবি জানান। এছাড়া বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান। জেলার বিভিন্ন উপজেলাতেও এই ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও সর্বস্তরের জনতা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
তারা আরো বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেলো নৈতিকতা?
কর্মসূচি পালনকালে- ফ্রম দ্য রিভার টু দ্য সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ইস্ট টু ওয়েস্ট, নো ফ্লো টু জায়নিস্ট, মেঘনা টু জেরুজালেম, ইনসাফ ইনসাফ, শেম শেম জায়নিস্ট, মেক ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এদিকে এদিন দুপুরে পুরাণবাজার থেকে তৌহিদী জনতার এক বিশাল মিছিল শহরে বের করা হয়। ফিলিস্তিনে ইসরায়েলিদের নৃশংস হামলার প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠে চাঁদপুরের রাজপথ। শিক্ষার্থী ও সর্বস্তরের তৌহিদী জনতা, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের মিছিলে মিছিলে প্রকম্পিত হয় পুরো চাঁদপুর শহর।
ছাত্র-জনতার পাশাপাশি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রশিবির, খেলাফত মজলিস, চাঁদপুর শান্তি পরিষদ, মানবাধিকার কমিশন, ছাত্র অধিকার পরিষদ, নাগরিক সমাজ, হেফাজত ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন এদিন পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে ওই নৃশংসতার প্রতিবাদ জানায়।
০৯ এপ্রিল, ২০২৫।