
স্টাফ রিপোর্টার
মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গত শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় সুরধ্বনি সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাত ৮টায় সুরধ্বনির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরন প্রমুখ।
নাট্য পরিষদের সদস্য সচিব এম আর ইসলাম বাবুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন প্রচার পরিষদের সচিব শেখ আল মামুন, সুমনা বেগম, বিউটি মজুমদার, ফারুক ভূঁইয়াসহ আরও অনেকে। পরে অতিথিরা সুরধ্বনির অধ্যক্ষ অনিতা নন্দির হাতে বিজয় মেলার স্মারক ক্রেস্ট তুলে দেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সুরধ্বনির সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে অর্পিতা, পুষ্পিতা, উর্মি, এমাদ হাসেম, অণুভব সাহা, সাগর মজুমদার, অমি, আনিক, অনন্যা রায়, অন্যন্যা ভৌমিক, অদিতি সরকার, প্রিয়তা, ইফা, সানজিদা আলম, নাবিলা মেহজাবিন, ইসরাক, হ্যাপি দোলা দাস, পংকজ দাস, লাবন্য প্রকৃতি, বাধন, ইকরা, ইসরাক আক্তার, উম্মেহানি, অদিতি, মৃত্তিকা, অর্পা, শ্রেয়সী, রূপকথা, রানী দেন, মুগ্ধ, অনিন্দিতা, ইফতি, শ্যামা সরকার, অংকিতা, দীপা, শতাব্দি, প্রীতম ও অনিক। যন্ত্র সংগীতে ছিলেন পরিমল দাস নুপুর, রবিউল ইসলাম, পংকজ দাস।
অনুষ্ঠানটি ৩টি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে মুক্তিযুদ্ধভিত্তিক গান, দ্বিতীয় পর্বে গীতিআলেখ্য এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাসের ৫টি অধ্যায় তুলে ধরা হয়।