
স্টাফ রিপোর্টার
‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগান নিয়ে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গতকাল বুধবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় চাঁদপুরের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন সংগীত নিকেতনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ২টি পর্বে ভাগ করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন, মহাসচিব হারুন আল রশীদসহ অন্যান্যরা সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত ও শিল্পীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
স্বপন সেনগুপ্তের সার্বিক তত্ত্বাবধানে সংগীত নিকেতনের পক্ষে সংগীত পরিবেশন করে সত্য চক্রবর্তী, শান্তি রক্ষিত, স্বপন সেনগুপ্ত, অজিত সুত্রধর, বিমল দে, রিয়া চক্রবর্তী, নদী, সৈকত, অর্পিতা, নবনিতা রায় চৌধুরী, তুলপা, সিমন্তি, ঐশী, শ্রাবন্তীসহ আরো অনেক। যন্ত্র সংগীতে ছিলেন শুভ্র রক্ষিত, এম.এইচ বাতেন, দীপক চক্রবর্তী, রাজিব চৌধুরী ও অন্তু।
সবশেষে রাত ৯টায় বিজয় মেলার নাট্য পরিষদের ব্যবস্থাপনায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত চাঁদপুরের সদস্য সংগঠন অনুপম নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হয়। মমতাজ উদ্দিনের রচনায় ও অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও বিজয় মেলার নাট্য পরিষদের আহ্বায়ক গোবিন্দ মন্ডলের নির্দেশনায় স্বাধীনতা ভিত্তিক বর্ণচোরা নাটকটি মঞ্চাস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন গোবিন্দ মন্ডল, প্রণয় মন্ডল, প্রভাত মন্ডল, রাজু দত্ত, অপু মন্ডল, সিরাজুল ইসলাম শুক্কুর, রিনা আক্তার, কার্তিক সরকার, সামি ও আকরাম খান।
নাটকের আগে বিজয় মেলার পক্ষ থেকে অনুপম নাট্যগোষ্ঠীর নাট্য শিল্পীদের হাতে বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।