মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্মৃতিচারণ ও নাটক সিরাজউদ্দৌলা মঞ্চস্থ


স্টাফ রিপোর্টার
মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্মৃতিচারণ ও ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর নাটক নবাব সিরাজউদ্দৌলা মঞ্চস্থ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্মৃতিচারণ পরিষদের ব্যবস্থাপনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
স্মৃতিচারণ পরিষদের সদস্য সচিব ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন পাঠান।
স্মৃতিচারণ শেষে নাট্য পরিষদের ব্যবস্থাপনায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা মঞ্চস্থ হয়। নাটকটি রচনা ও নির্দেশনায় মো. হানিফ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- খাজা আহমেদ (হেলাল সুখ), জসীম মেহেদী, দীপক ভট্টাচার্য, আব্দুল কুদ্দুস রোকন, মেহেদী হাসান, রুনা আক্তার আশা, শাহনাজ, হৃদয়, নূরে আলম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন অনন্যার সাধারণ সম্পাদক মৃণাল সরকার। এছাড়া সহযোগিতায় ছিলেন রাইসা ফারহানা, মাস্টার খোকন।