স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
গতকাল সোমবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি চাঁদপুর শহরের মধ্য ইচলী ভূঁইয়া বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাও. হাছানুজ্জামান ও মাও. মো. আতিকুর রহমান। মোনাজাত পরিচালনা করেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাও. আবু জাফর মো. মাঈনুদ্দিন। উপস্থিত ছিলেন বিষ্ণুদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাও. মো. জসিম উদ্দিন, মাও. মো. মিজানুর রহমান, মাও. আব্দুল হান্নান নিজামী, মাও. আব্দুর রাজ্জাক প্রমুখ।
মোনাজাতের আগে মরহুমের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুম আব্দুল মালেক ভূঁইয়ার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া অনেক সাধারণ মুসল্লি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মুক্তিযোদ্ধা আ. মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালন