স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সভাপতি মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল্যাহ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে শহরের নতুন বাজারস্থ মরহুম হাজি মো. হেদায়েত উল্লাহ কোম্পানীর বাসভবনে এ আয়োজন করা হয়। একই সাথে কয়েক হাজার গরিব অসহায় রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল্যাহর পিতা হাজি মো. হেদায়েত উল্ল্যাহ, বড় ভাই শহীদ উল্লাহ জাবেদ, মরহুম সফিউল্লাসহ তার পরিবারের প্রয়াত সব সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুচ্ছালাম জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল হাবিব।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আহমেদ মঞ্জু মাঝি, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ শোয়েবসহ আওয়ামী লীগ নেতা-কর্মী, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২ এপ্রিল, ২০২৩।