বেগম খালেদা জিয়া ছাত্রদলের বটবৃক্ষ
……মোস্তফা খান সফরী
স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর ও মতলব দক্ষিণ উপজেলার সীমানাবর্তী মুন্সীরহাট বাজারে প্রাইমারী স্কুল মাঠে মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী।
তিনি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে হত্যার মধ্য দিয়ে তৎকালীন অবৈধ সরকারের লোভ-লালসায় পড়ে বিএনপির সে সময়কার বেশকিছু নেতা নিজেদের ফায়দা লুটার জন্য দল ছেড়ে চলে যায়। তৎকালীন রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিছুটা বেকায়দায় পড়ে যায়। দলের রাজনীতি স্থবিরতা দেখা দিলে বিএনপির চেয়ারপার্সন পার্সন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন রাজপথে নেমে দলের হাল ধরেন। সেই মুহূর্তে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন নেতৃবৃন্দ পাশে থেকে আজকের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। বিএনপির ভ্রুণ হলো জাতীয়তাবাদী ছাত্রদল আর জাতীয়তাবাদী ছাত্রদলের বটবৃক্ষ হচ্ছে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি আরো বলেন, আজকে বিএনপির সিনিয়র নেতা কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, এদের অধিকাংশই নেতা ছাত্রদলের সাবেক নেতা। এমনকি দলের কেন্দ্রীয় সিনিয়র অনেক নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, তাদের অনেকেই ছাত্রদলের সাবেক নেতা। অতএব ছাত্রদলের নেতৃত্বে যারা থাকেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের অবশ্যই মেধাবী ও অত্যন্ত গুণগতভাবে যোগ্যতা সম্পূর্ণ ছাত্ররাই ছাত্রদলের নেতৃত্ব দিবেন। তাই ছাত্রদলের বিগত দিনের যে ঐতিহ্য রয়েছে সেটিকে অবশ্যই অক্ষুণ্ন রেখে সাংগঠনিকভাবে ছাত্রদলকে এগিয়ে নিতে হবে। ছাত্রদলের মেধাবী নেতৃত্বের কারণে সারা দেশে ছাত্রদলের নেতাদের বলা হয় সোনালী অর্জন। এটি ধরে রাখতে এবং দেশের গণতন্ত্র সুসংহত রাখতে ও দেশকে এগিয়ে নিতে দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামি নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করে আগামিতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আনতে হবে।
মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারীর সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও সদস্য রাশেদ মিয়াজীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী।
আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও বিএনপি নেতা অ্যাড. এএইচএম আশ্রাফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাছানাত, জেলা ছাত্রদলের সাবেক নেতা বশির পারভেজ, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিল হাজরা, মতলব দক্ষিণ পৌর ৯নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি জিহাদ প্রধান প্রমুখ।
আলোচনা শেষে ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল কেক কেটে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।
০২ জানুয়ারি, ২০২৫।