মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. আল এমরান খান।
অভিযানে ১টি ড্রেজারকে আটক করে এক লাখ টাকা আদায় করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করে নিয়মিত মামলা দেয়া হয়। এসময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান বলেন, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

০১ মার্চ, ২০২৩।