মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে চলতি মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন

 

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ২০২১ সেচ মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে উদামদী পাম্প হাউসে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে সেচ উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আতিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীগ নেতা ও পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সরকার, নাউরী পানি ব্যবস্থাপনা দলের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, পাউবো’র কর্মকর্তা মো. সালাউদ্দিন, জহিরুল হক প্রমুখ।
৩ জানুয়ারি, ২০২১।