মেহেজাবিন ঐশী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে মেহেজাবিন ঐশী। বাংলাদেশ স্কাউটস্ জাতীয় সদর দপ্তর কর্তৃক নির্বাচিত ২০২০ সালের এই অ্যাওয়ার্ড চাঁদপুরের মধ্যে একমাত্র মেহেজাবিন ঐশীই পেয়েছেন। কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার মধ্যে ৫৯ জন প্রেসিডেন্ট স্কাউটস্ অ্যাওয়ার্ড পান।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় গত ১৯ ফেব্রুয়ারি অনলাইনে প্রেসিডেন্টস্ স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের জাতীয় পর্যায়ের মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়। মূল্যায়নে ‘প্রেসিডেন্টস্ স্কাউটস অ্যাওয়ার্ড’-এর জন্য সারা বাংলাদেশে ৬২৬ জন স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, মেহেজাবিন ঐশী এর আগে প্রধানমন্ত্রীর অ্যাওয়ার্ড বা শাপলা কাব অ্যাওয়ার্ড পান। ঐশী চাঁদপুর শহরের গুয়াখোলা রোডস্থ গোলাম মেহেদী মাসুদ ও শাহীনা আক্তার মুক্তার একমাত্র মেয়ে। তার দাদা চাঁদপুর নিউমার্কেটের মরহুম ডা. মেজবাহউদ্দিন।
ঐশী বর্তমানে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী। সে সবার দোয়াপ্রার্থী।

৩০ এপ্রিল, ২০২২।