মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের দিনব্যাপী গণসংযোগ

চাঁদপুর পৌর নির্বাচনে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে-দ্বারে। আগামি ২৯ মার্চের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র নৌকা মার্কায় নির্বাচন করছেন অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন জিল্লুর রহমান জুয়েল। দাসদি অভয় বাবুর দীঘির পাড়ে উঠান বৈঠকে তিনি বলেন, আমার দ্বারা আপনাদের কখনো অসম্মান হবে না। আগে কি হয়েছে, কি হয় নাই, কে কি করেছে, কি করে নাই, কার চরিত্র কেমন আমি তা কিছুই বলবো না। আমি কেমন তা আপনাদের জানাবো, আমি কি করবো তা জানাবো। যদিও নির্বাচনে আমার প্রথম অংশগ্রহণ হলেও আমার নির্বাচনী অভিজ্ঞতা অনেক।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ করেছেন, আমার হয়ে যারা ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি ওসব কথা রাখবো। আমার দ্বারা আপনাদের অসম্মান হবে না। চাঁদপুরকে পরিবর্তন করতে, বাণিজ্যিক ও পর্যটন এলাকায় পরিণত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আগের অভিজ্ঞতার আলোকে বলছি, আমি ভোটারদের দেয়া প্রতিটি ওয়াদা ও প্রতিশ্রতি বাস্তবায়ন করবো। কথায় নয় কাজের মাধ্যমে ভোটারদের ভালোবাসা ও আস্থা অর্জন করবো। আমি নির্বাচিত হলে সততার সাথে দায়িত্ব পালন করবো। আমি নির্বাচিত হলে আপনাদের নাগরিক সম্মান ফিরিয়ে দেবো।
তিনি বলেন, এক সময়ের ঐতিহ্যবাহী বাবুরহাট বাজার দেশের অন্যতম যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। লক্ষ্মীপুর, নোয়াখালীর জনসাধারণ এখন চাঁদপুরের বাবুরহাট হয়ে রাজধানী ঢাকা যাতায়াত করে। এ ওয়ার্ডে বিসিক শিল্প নগরী, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। শিলন্দিয়া এলাকার পাশেই আমার বাড়ি। নিজ এলাকা হিসেবে এ ওয়ার্ডকে আমি পরিকল্পিতভাবে উন্নয়ন করে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলবো।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী।
গণসংযোগকালে বাদ যোহর তিনি পুরাণবাজারে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদারের পিতার জানাজায় অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুকমল কর রামু, সহ-প্রচার সম্পাদক মনির গাজী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হায়দার সংগ্রাম, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম নয়ন মিজি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারীসহ আরো অনেকে।