মৈশাদীতে যুবদলের পরিচিতি ও সাধারণ সভা

 

আন্দোলনে মৈশাদী যুবদল ভূমিকা রাখবে
…………. অ্যাড. নুরুল আমিন আকাশ
নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন যুবদলের পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে মৈশাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের মাটি ও মানুষের নেতা, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল সংসগঠিত আছে এবং আগামীতেও থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। আগামিতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষে যে কোন আন্দোলনের ডাক আসবে আগের মতো মৈশাদী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ভূমিকা রাখবে। এ সরকার বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে।
মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মৃধা কালুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মৃধা ও সদস্য সচিব মাহবুব খান বাবলুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এইচ এস সারোয়ারর্দি (সরওয়ার) গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম নজরুল ইসলাম খান নজু।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, মৈশাদী ইউনিয়ন যুবদলের প্রধান সমন্বয়কারী জিয়াউর রহমান টিটু, রিয়াদ আল হাসান, মহসীন খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, নূরুল আমিন খান পিন্টু, ইকবাল হোসেন মিজি, গণেশ নন্দী, যুবনেতা কালাম মেম্বারসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ফয়সাল হোসেন, যুবনেতা মজিবুর রহমান মুকুল, মহসীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৮ মার্চ, ২০২১।