রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের কবর জিয়ারত করলেন অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর পৌর নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী



স্টাফ রিপোর্টার
বিশিষ্টজনদের কবর জিয়ারত করলেন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
গত সোমবার বিকেলে পুরাণবাজারে জাতীয় নেতা মরহুম মিজান চৌধুরী বাড়ি জামে মসজিদে আছর নামাজ আদায় শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মরহুম রফিউদ্দিন আখন্দ ওরফে সোনা আখন্দ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদ্যপ্রয়াত আলহাজ বিল্লাল আখন্দ, পুরানবাজার জামে মসজিদের সাবেক খতিব আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ দেওয়ান আবুল খায়ের, দেওয়ান মো. খবির উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাচ্চু মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার ও ছাত্রলীগ নেতা রিপন যোদ্ধার কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, পৌর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, আওয়ামী লীগ নেতা সঞ্জিত পোদ্দার, সাখাওয়াত হোসেনসহ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।