রাজারগাঁও বাজারে অনুমোদনহীন পশুর হাট বন্ধ করলেন ইউএনও

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সরকারি অনুমোদনহীন কোরবানীর পশুর (গরু-ছাগল) হাট-বাজার বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। শনিবার (১৭ জুলাই) দুপুরে তিনি রাজারগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন এই কোরবানী গরু-ছাগলের হাট বন্ধ করেন।
এ সময় অনুমতিহীন কোরবানী পশুর হাট বসানোর অপরাধে ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ খাঁন নামের এক ব্যক্তিতে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারস্থ অস্থায়ী গুরু-ছাগলের হাট পরিদর্শন করেন ইউএনও।
বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া ও দ্বাদশগ্রাম ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৮ জুলাই, ২০২১।