রামগঞ্জের প্রথম ‘প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের’ উদ্বোধন

 

স্থানীয় জনগণের দোঁড়গোড়ায় উন্নত ও আধুনিক চক্ষুসেবা

প্রেস বিজ্ঞপ্তি
প্রত্যন্ত অঞ্চল ও সুবিধাবঞ্চিত জনগণের দোঁড়গোড়ায় উন্নত ও আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম ‘প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে একটি ভিশন সেন্টার আনুষ্ঠানিকভাবে গত ১০ ডিসেম্বর যাত্রা শুরু করে। অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও অরবিস ইন্টারন্যাশনাল হংকংয়ের সহযোগিতায় চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল এই ভিশন সেন্টারটি পরিচালনা করবে। ফলে এ অঞ্চলের মানুষ দূরবর্তী শহরে না গিয়ে সহজেই চোখের আধুনিক চিকিৎসা করাতে পারবেন।
রামগঞ্জ ভিশন সেন্টারের ভার্চুয়্যাল উদ্বোধন করেন হংকং-এর দাতারা। এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়্যাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অরবিস হংকং-এর প্রধান নির্বাহী মেরী লাউ ও সিনিয়র ডিরেক্টর এলেন লাউ, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চীফ কন্সালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সেক্রেটারি জেনারেল এম এ মাসুদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস্ মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট ডা. লুৎফুল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মাহসিনা আফরোজসহ অন্যান্য কর্মকর্তা এবং চক্ষু হাসপাতালের ডাক্তার, প্যারামেডিকস, নার্স ও কর্মকর্তারা। অনুষ্ঠানে ভার্চুয়্যাল ট্যুরের মাধ্যমে ভিশন সেন্টারের কার্যক্রম অতিথিদের সামনে উপস্থাপন করেন হাসপাতালের ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) শামীম খান।
অনুষ্ঠানে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ বলেন, অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে বাংলাদেশে উড়ন্ত চক্ষু হাসপাতালের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। সেই থেকে এদেশের চক্ষু সেবার মান উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে। সার্বজনীন চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অরবিস সহযোগী চক্ষু হাসপাতালের মাধ্যমে সারা দেশে ভিশন সেন্টার স্থাপন ও পরিচালনা করছে। তিনি আরো বলেন, প্রযুক্তির সহায়তায় টেলিমেডিসিনের মাধ্যমে বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশনসহ অন্যান্য চক্ষু রোগের চিকিৎসাও এখানে দেয়া সম্ভবপর হয়েছে।
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সেক্রেটারি জেনারেল এম এ মাসুদ ভুঁইয়া বলেন, স্থানীয় জনগণের মাঝে প্রাথমিক পর্যায়ে চক্ষু সেবা সম্পর্কে ধারণা দেয়া ও তাদের উন্নত চিকিৎসা দিতে এই ভিশন সেন্টার চালু করা হয়েছে। চক্ষু চিকিৎসায় ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এই চিকিৎসা কেন্দ্রে নানাবিধ সেবামূলক কর্মকান্ড চালু থাকবে।
উদ্বোধনের পর হংকং-এর দাতারা বলেন, আজ থেকে রামগঞ্জের জনগণ এই ভিশন সেন্টারের মাধ্যমে সহজে ও কম খরচে চোখের উন্নত চিকিৎসা করাতে পারবে। বিশেষ করে যারা চট্টগ্রাম বা চাঁদপুর শহরে যেতে পারে না, তারা এই কেন্দ্র থেকে একই মানের চিকিৎসা সেবা পাবেন। সকলেই মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে আরো ভিশন সেন্টার স্থাপনের অনুরোধ জানান।
অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস্ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, গ্রামাঞ্চলে মানুষের মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা প্রসারে মাজহারুল হক বিএনএসবি হাসপাতালের এই উদ্যোগ প্রশংসনীয়। প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষ করে নারী ও শিশুর চোখের চিকিৎসা নিশ্চিত করতে এই স্থায়ী ‘চক্ষু চিকিৎসা কেন্দ্র’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৩ ডিসেম্বর, ২০২০।