রামদাসেরবাগ আলিম মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ আলিম মাদ্রাসার নূরাণী শাখার ছাত্র-ছাত্রীদের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকালে মো. ইয়াছিন খাঁনের পরিচালনায় ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আমির আজম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান মো. রমজান আলী খান, ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম খান, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ও ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খান, মো. ইলিয়াস খান।
উপস্থিত ছিলেন হাজি তাজুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা মো. হারুনুর রশিদ খান, হাজি বাচ্চু পাটওয়ারী, মফিজ খান, মানিক খান, আব্দুল কুদ্দুশ খান, রুবেল খান, আলাউদ্দিন খান, নজরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম মিন্টু, প্রভাষক আরিফ পাটওয়ারীসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
২১ ডিসেম্বর, ২০২০।