স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আবুল বারাকাত মো. রেজওয়ান মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১৭ অক্টোবর) তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বিকেল ৩টায় উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মকবুল হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় আবুল বারাকাত মো. রেজওয়ান বলেন, ইউনিয়নবাসীর অনুরোধে মনোনয়পত্র জমা দিয়েছি। দীর্ঘদিন ইউনিয়নবাসী বিপদে-আপদে থাকার কারণে তারা আমাকে চেয়ারম্যান হিসেবে চাচ্ছেন। তাই আমি ইউনিয়নের জনগণের প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনপ্রতিনিধি না হয়েও আমি এলাকার উন্নয়নে এবং সাধারণ মানুষের জন্য কাজ করে গেছি। ইনশাআল্লাহ ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হবো।
১৮ অক্টোবর, ২০২১।