রামপুর আলহেরা ওয়াহেদিয়া একাডেমী দাখিল মাদ্রাসা কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলহেরা ওয়াহেদিয়া একাডেমী মহিলা দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা, পরিচিতি ও অভিষেক সভা শনিবার (১১ সেপ্টেম্বর) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মৌলভী মাওলানা মো. হাসান বরকন্দাজের উপস্থাপনায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি এবিএম রেজওয়ান। শুরুতেই নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, আমি আপনাদের স্নেহধন্য রেজওয়ান, হয়ত সভাপতির যোগ্য নই। তবুও আমাকে ভালোবেসে, আমার উপর আস্থা রেখে যে সম্মানটুকু দিয়েছেন আমি আপনাদের আশা ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করবো, ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র নির্দেশক্রমে আমি এই মাদ্রাসার সব সমস্যা ও দাবি দ্রুত পূরণ করতে কাজ করতে চাই। আমি জানি দীর্ঘ ২৫ বছর একটি মাদ্রাসা এমপিওভুক্ত বিহীনভাবে চলতে কত কষ্টসাধ্য। তাই আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতাসহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কারণ, বর্তমান উন্নয়নের যুগে মাদ্রাসা কর্তৃপক্ষ এতো সমস্যার মাঝেও এতো কষ্ট করে মাদ্রাসাটি টিকিয়ে রেখেছেন। আপনারা আমাকে সহযোগিতা করবেন। যাতে আমি অতি দ্রুত মাদ্রাসার উন্নয়ন কাজ শুরু করতে পারি। আপনাদের দাবি অনুযায়ী ভবন উদ্বোধন উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে মাদ্রাসায় আনতে পারি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. সামছুল আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লেয়াকত খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুলতানা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।
দাতা সদস্যদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও দৃষ্টিনন্দন নৌকা সভাপতিকে উপহার দেন এ কে এম শোয়েব। এছাড়া সংবর্ধনা ও পরিচিতি সভাশেষে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও শিক্ষামন্ত্রীর সহোদর ডা. জেআর ওয়াদুদ টিপুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিশু মজুমদার, সমাজসেবক মনির হোসেন হাজি, মাদ্রাসার দাতা সদস্য এসএম ফয়েজুল বারী হেলাল, মাহামুদুল হাসান শাহ আজিজ, মো. জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ ও এলাকার সুধীজন।
১২ সেপ্টেম্বর, ২০২১।