রায়শ্রী উত্তর ইউনিয়ন আ.লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ মুন্সী আটক

শাহরাস্তিতে ৯ম শ্রেণির ছাত্র বলাৎকারের অভিযোগ

স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে ৯ম শ্রেণির শিক্ষার্থী (১৪) বলাৎকারের অভিযোগে রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন মুন্সীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার বিষয়ে ঐ শিক্ষার্থীর বাবা মফিজুল ইসলাম (মজু মেম্বার) শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ১ সেপ্টেম্বর বিকেলে আওয়ামী লীগ নেতা আজাদ মুন্সী (৩৮) কে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
থানায় লিখিত অভিযোগ ও ভিকটিমের পরিবার সূত্রে জানায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী মুন্সী বাড়িতে গত ৩০ আগস্ট দুপুরে এ বলাৎকারের চেষ্টার ঘটনা ঘটে। দহশ্রী মুন্সী বাড়ির মৃত আবদুল হাকিমের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন মুন্সী (৩৮) ঐদিন একই গ্রামের পার্শ^বর্তী (মজু মেম্বার) বাড়ির ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র (১৪) কে তার নিজ বসতঘরে কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় ঐ ছাত্র বাড়ির পাশর্^বর্তী রাস্তার পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলো। আজাদ মুন্সী কৌশলে তাকে ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল পর্ণো ভিডিও দেখিয়ে টাকা দিবে বলে তার বসতঘরে নিয়ে বলাৎকারের চেষ্ট চালায়। এ সময় ঐ ছাত্র ডাক-চিৎকার করে দৌঁড়ে পালিয়ে এসে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরবর্তীতে ঐ ছাত্রের পিতা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য খোকন, লোকমান হোসেন, এমরান হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক খোকন ও মিজানুর রহমানকে বিষয়টি জানান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. খোকন জানায়, ঐ ছাত্রের পিতা মজু মেম্বার বিষয়টি জানানোর পর ৩১ আগস্ট রাতে শাহরাস্তি বাজারে বেশ কয়েকজনের উপস্থিতিতে আজাদ মুন্সীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে এ ঘটনার জন্য ঐ ছাত্রের পিতার কাছে ক্ষমা চান।
ভিকটিমের পিতা মফিজুল ইসলাম জানান, বিষয়টি ছেলের কাছ থেকে জানার পর, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানাই। সে বিষয়টি সবার উপস্থিতিতে স্বীকার করেছে। আগেও সে এ ধরনের দুটি ঘটনা ঘটিয়েছে। ভবিষ্যতে যেন কারো সন্তানের প্রতি এ ধরনের ঘটনা না ঘটাতে পারে সেজন্য থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে আটক আজাদ মুন্সী জানায়, ঐ ছাত্র দীর্ঘক্ষণ রাস্তার পাশে বসে মোবাইল গেম খেলছিল। আমি তাকে বারণ করি ও বাড়িতে চলে যাওয়ার জন্য বলি। বর্তমানে ঐ ঘটনাটি এ পরিস্থিতির জন্য সাজানো হয়েছে, সর্বোপরি আমি রাজনৈতিক প্রতিহিংসাবশতঃ পরিস্থিতির শিকার।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, এ বিষয়ে থানায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
০৫ সেপ্টেম্বর, ২০২১।