রুপসা জমিদার পরিবারের ইফতার সামগ্রী বিতরণ

মো. মশিউর রহমান
সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র প্রতিবেশীদের জন্য ভালবাসার উপহার দিলো ফরিদগঞ্জ উপজেলার রুপসা জমিদার পরিবার। গত শুক্রবার (৭ মার্চ) ফরিদগঞ্জ উপজেলার রুপসা ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাছান চৌধুরী ইফতার সামগ্রী বিতরণ করেন। রুপসা এলাকার ৩০০ শতাধিক পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন জমিদার পরিবারের পক্ষে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বাদজুমা দোয়া ও মোনাজাতের পর ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
রুপসা মধ্য জমিদার বাড়ির (সৈয়দ মেহেদী হাছান চৌধুরীর বাড়িতে) সামনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপসা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির টিপু, ফরিদগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু, যুবদল নেতা তানভীর আহমেদ নকীব, মিনহাজ হোসেন, বাবুল, জহির, কাউসার, সাইয়্যেদিসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবার আগেও মানবসেবায় নিয়োজিত ছিলেন, ইন্শাআল্লাহ ভবিষ্যতে থাকবেন। বক্তারা সবার উদ্দেশে বলেন, আপনারা রুপসার জমিদার পরিবারের জন্য ও কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা দোয়া করবেন।
ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো- খেজুর, মুড়ি, ডাল, ছোলা, তেল, চিনি, চিড়া, পেঁয়াজ, আলু ইত্যাদি। এই রমজানে এসব ইফতার সামগ্রী পেয়ে খুশি দরিদ্র পরিবারের মানুষগুলো।

১০ মার্চ, ২০২৫।