রোটারী ক্লাব অফ চিটাগাং হেরিটেজের গভর্নর ভিজিট সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
রোটারী ক্লাব অফ চিটাগং হেরিটেজের গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ জুলাই) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের একটি রেস্টুরেন্টে ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান ভিজিট করেন।
ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। এসময় তাঁর সাথে ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটা. পিপি সামিনা ইসলাম, ক্লাবের অ্যাসাইন্ড অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটা. প্রফেসর ডা. মো. আকবর হোসেন ভূঁইয়া, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মো শামসুল ইসলাম, জোনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন আহমেদ ও অ্যাডিশনাল এরিয়া ডিরেক্টর রোটা. এমদাদুল আজিজ চৌধুরী।
গভর্নর তার বক্তব্যে মানবতার স্বার্থে সব রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় রোটারী ক্লাব অব চিটাগং হেরিটেজের প্রাক্তন সভাপতি রোটা. মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, রোটা. রিদওয়ানুল করিম তুষার, রোটা. মোহাম্মদ মাইনুদ্দিন রতন, রোটা. গিয়াস উদ্দিন মোহাম্মদ আজম শাহ, নির্বাচিত সভাপতি রোটা. শোয়েব উদ্দিন খান, ক্লাব সচিব কাজী হাসানুজ্জামান শান্টু, ক্লাবের সদস্য ও রোটার‌্যাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮ জুলাই, ২০২৩।