রোটা. ইকবাল-বিন-বাশারের বিবাহবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর রোটারী ক্লাবের সিনিয়র সদস্য রোটা. আলহাজ অ্যাড. ইকবাল-বিন-বাশার ও পাস্ট প্রেসিডেন্ট প্রিন্সিপাল বিলকিস আজিজের ৪২তম বিবাহবার্ষিকীতে চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় অ্যাড. ইকবাল-বিন-বাশারের বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
রোটা. অ্যাড. ইকবাল-বিন-বাশারের বাসায় গিয়ে শুভেচ্ছা জানান- চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. তমাল কুমার ঘোষ, প্রেসিডেন্ট অ্যাড. মো. নজরুল ইসলাম, সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন, ভাইস-প্রেসিডেন্ট রোটা. উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী শাহীন আক্তার, ডিরেক্টর মুক্তিযোদ্ধা রোটা. মহসীন পাঠান, ইনারহুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট মাহমুদা খানম, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রো. কাজী আজিজুল হাকিম নাহিন প্রমুখ।

১৯ নভেম্বর, ২০২৪।