শপথ নিলেন চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচিতরা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গত বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
এসময় চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না এবং শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইমদাদুল হক মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারসহ চট্টগ্রামে বিভাগের ৫০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ করা হয়।
শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নির্বাচিতরা। এরপর তারা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। শপথ পাঠ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা জনগণের সেবার লক্ষ নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। আপনারা এখন ওই এলাকার জনপ্রতিনিধি। নির্বাচিত এলাকার উন্নয়নের আপনারা ভূমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলের প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। আমাদের দেশ হবে সোনার বাংলা।
তিনি আরো বলেন, যে শপথ নিলেন, সেই শপথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অক্ষুন্ন রাখবেন এমন প্রত্যাশা আমাদের। বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২১ মে দেশের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন অ্যাড. হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন নুরুল হায়দার সংগ্রাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা মুন্না এবং শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইমদাদুল হক মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার নির্বাচিত হন।

১৫ জুন, ২০২৪।