শপথ নিলেন শাহরাস্তির নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

নোমান হোসেন আখন্দ
শপথ নিলেন শাহারাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুচীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম আনোয়ার, চিতোষী পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল কবির, সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান সুমন প্রমুখ।
শফথ গ্রহন শেষে নব-নির্বাচিত শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালীকে ফুল দিয়ে স্বাগত জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরীর মৃত্যুতে উপজেলা পরিষদের এ আসনটি শূন্য হয়। গত ৭ অক্টোবর এ উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নাসরিন জাহান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

১৪ অক্টোবর, ২০২১।