শরীয়তপুরে জেড.এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌষ পিঠা মেলা


স্টাফ রিপোর্টার
শীতের পিঠা-পুলি বাঙালির আদি খাদ্য সংস্কৃতির অংশ। বাংলার চিরায়ত লোকজ খাদ্য সংস্কৃতিতে পিঠা-পুলি একটি বিশেষ স্থান দখল করে আছে। এরই অংশ হিসেবে জেড.এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল রোববার ‘পৌষ পিঠা মেলা-২০২০’ উদযাপন হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে বিশ^বিদ্যালয়ের শরীয়তপুরের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া। পরে তিনি তৈরি পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় বিশ^বিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. এমরান পারভেজ খান, বিশ^বিদ্যালয়ের প্রক্টর মো. মারুফ হোসেন, বিভাগীয় প্রধানগণ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, সহকারী রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন প্রমুখ উপাচার্যের সাথে ছিলেন।
পিঠা উৎসবে বিশ^বিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ‘পৌষ পিঠা মেলা-২০২০’ উপলক্ষে নানা অঞ্চলের পিঠার সমারোহ ঘটে এবং অতিথিদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।