সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকেন নিজস্ব অর্থায়নে শাহতলী জেলা কারাগার সড়কের আর্দুর খা সংলগ্ন স্থানের ব্রিজটি মেরামত করা হয়েছে। উপজেলা এসও মো. শাহজান গর্ত হওয়া স্থান সরজমিনে পরির্দশন করে কিভাবে মেরামত করাবে তা শ্রমিকদের বুঝিয়ে দেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সড়কের গর্ত হওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ স্থানটি ঢালাই করা হয়। এতে এলাকাসী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে ধন্যবাদ জানান। শাহতলী জেলা কারাগার সড়কের আদুরখান সংলগ্ন ব্রিজটি গর্ত, ঝুঁকিপূর্ণ অবস্থা দিয়ে পথচারীসহ যানবাহন চলাচল করছে। এ শিরোনামে দৈনিক ইল্শেপাড়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। চলতি বর্ষায় টানা অতিবৃষ্টিতে হঠাৎ করেই ব্রিজটিতে গর্তের সৃষ্টি হয়। পুরনো এ ব্রিজটি গর্ত হয়ে যাওয়ায় সম্প্রতি সময়ে সকল ধরনের যানবাহক চলাচলের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে পথচারীসহ যানবাহন চালকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। বিষয়টি মৈশাদী ইউপি চেয়ারম্যানের দৃষ্টিতে আসলে তিনি গর্ত হওয়া ব্রিজটি মেরামত করেন।
স্থানীয়রা জানান, জেলা কারাগার থেকে শাহতলীর সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। আর সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় কয়েকশতাধিক যানবাহন চলাচল করে। এমনকি এ সড়ক দিয়ে প্রতিনিয়তই কম বেশি ভারী যানবাহনও যাতায়াত করে। কিন্তু আর্দুরখা সংলগ্ন স্থানে ব্রিজটি গর্ত হয়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। মৈশাদী ইউপি চেয়ারম্যান তার নিজস্ব অর্থায়নে গর্ত হওয়া ব্রিজটি মেরামত করায় যানবাহনসহ পথচারীদের দুর্ভোগ লাগব হয়েছে। এই রাস্তাটি জেলখানার সামনে দিয়ে আশিকাটি, মৈশাদী, শাহমাহমুদপুর হয়ে রামপুর ইউনিয়নের সাথে যোগাযোগের একমাত্র পথ।
মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জানান, বিষয়টি আমি জানার সাথে সাথেই উপজেলা ইউএনও, ইঞ্জিনিয়ার ও এসওর সাথে যোগাযোগ করেছে। কিন্তু সেখানে দ্রুত মেরামত করার ব্যবস্থা না থাকায় পথচারী ও এলাকাবাসীদের কথা চিন্তা করে আমার ব্যাক্তিগত অর্থ দিয়ে মেরামত করি। যাতে কোন ধরনের দুর্ঘটনা না হয়, সেজন্য দ্রুত মেরামত করি। এছাড়া আমি সরজমিনে পরির্দশন করে ব্রিজটি গর্ত হয়ে যাওয়ার কারণে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে দেখেছি।
০২ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শাহতলী জেলা কারাগার সড়কের আর্দুরখান সংলগ্ন ব্রিজ গর্ত মেরামত