শাহমাহমুদপুরে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সজীব খান
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের এলইডি টিভি কাপ ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডে কুমারডুগী বেপারী বাড়ি সামনে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে সমাজসেবক ও ব্যবসায়ী কামরুজ্জামান খানের সভাপতিত্বে টুর্নামেন্টের আহ্বায়ক ওমর ফারুক মিজির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাসুদুর রহমান নান্টু, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, শাহমাহমুদপুরের ২নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম খান, সাধারণ সম্পাদক শাহাদাত মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মালেক হোসেন মুুন্না প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সুজন, মো. হারুন, সোহেল হাজী, সজীব বেপারী, মুন্না গাজী, সজীব হাজী, ফয়সাল হাজী। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। ফাইনালে খেলে বাবুরহাট জুনিয়ারস ও হাজী স্পোর্টিং ক্লাব। খেলায় বাবুরহাট জুনিয়ারসকে হারিয়ে হাজী স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
১৩ ডিসেম্বর, ২০২০।