শাহরাস্তিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আবু মুছা আল শিহাব
শাহরাস্তির শিবপুর-বাংলাবাজার নামক স্থানে (চাঁদপুর-লাকসাম) রেললাইনের পাশের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় স্থানীয় লোকজন রেললাইনের পাশের ডোবায় লাশটি ভেসে উঠতে দেখলে শাহরাস্তি মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর জিআরপি পুলিশকে খবর দেয়।
স্থানীয় লোকজন জানায়, তারা এই যুবকের পরিচয় জানেন না। স্থানীয়দের ধারণা কেউ হয়তো এই যুবককে হত্যা করে ডোবায় ফেলে গেছে কিংবা রেল গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মারা গেছেন।
উল্লেখ্য, কয়েক মাস আগেও শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলা বাজার (চাঁদপুর-লাকসাম) রেললাইনের পাশের উক্ত স্থানে অজ্ঞাত আরো এক লাশ উদ্ধার করেছিলো পুলিশ। পরবর্তীতে পুলিশ তার পরিচয় এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

১৭ নভেম্বর, ২০২১।