শাহরাস্তিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমান্ডের কমিটি পূনর্গঠন

সভাপতি আনিস, সম্পাদক নোমান আখন্দ

প্রেস বিজ্ঞপ্তি
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমান্ড শাহরাস্তি উপজেলা শাখার কমিটি পূনর্গঠন করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা শহীদ ফজলুর রহমানের সন্তান আনিসুর রহমান বিজয়কে সভাপতি মনোনীত করে কমিটি পূনর্গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় মেহার কালীবাড়ীস্থ শাহরাস্তি প্লাজায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জি. আবদুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় সব সদস্যের প্রস্তাব ও সমর্থনে সন্তান কমিটির উপদেষ্টা সদস্য আনিসুর রহমান বিজয়কে শাহরাস্তি উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সভায় প্রস্তাব ও সমর্থনে সিনিয়র সহ-সভাপতি রাশেদুল করিম খোকন, সহ-সভাপতি এইচএম শোয়েব দেওয়ান, আবুল খায়ের, ইঞ্জি. আলম বেলাল, রুহুল কুদ্দুছ ভূঁইয়া, আলমগীর হোসেন, নুরে আলম, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান সুমন, মো. মানিক, রায়হান মজুমদার, মো. সাগর, মাহমুদুল হাসান, এনামুল হায়দার চৌধুরী, সহ-সম্পাদক সাঈদ মাহমুদ, অর্থ বিষযক সম্পাদক নৌশাদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজ মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশান আরা রত্না, কার্যকরী সদস্য- এমরান হোসেন, শেখ জাহেদুল হাসান, মঞ্জুর হোসেন, ওমর ফারকসহ ৪০ জন কার্যকরী সদস্যের নাম প্রস্তাব করা হয়। এছাড়া উপদেষ্টা সদস্য শাহনুর আলম সুমন, আবদুল মবিন খানসহ ১০ জনের নাম প্রস্তাব করা হয়।
সভায় মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন মিয়াজী, ফয়সাল আহম্মেদ, জিয়াউর রহমান সুমন, সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম, উম্মে সালমা, কাজী মাহফুজুর রহমান, ওমর শরীফ, নাছির উদ্দিন, গোলাম কিবরিয়া মানিক, মো. দুলাল, ইমাম হোসেন, দেলোয়ার হোসেন, তাহমিনা আক্তার, মামুন হোসেন, মরিয়ম বেগম, জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় ৪ অক্টোবর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সব সদস্য মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা পরিবারের সব সদস্যকে সকাল ৯টায় উপজেলা সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবনের সামনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

৪ অক্টোবর, ২০২১।