শাহরাস্তিতে আ.লীগের ইতিহাস কথা কয় শীর্ষক প্রদর্শনী, চিত্রাংকন ও কেককাটা

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী (১৯৪৭-২০২২), চিত্রাংকন প্রতিযোগিতা, কেককাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি সেন্টার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এসব অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল ও সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ যে ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আওয়ামী লীগ শাহরাস্তিতে সুসংগঠিত, তা আবারো প্রমাণ করলো। আগামি কাউন্সিলে দলের ত্যাগী, পরীক্ষিত, সাংগঠনিক নেতৃত্বকে নেতা বানাবেন। কোন হাইব্রিড রাজাকারের উত্তরসূরী যেন ঢুকতে না পারে- সেদিকে দৃষ্টি রাখবেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, অমুক লীগ, তমুক লীগ বুঝি না, আওয়ামী লীগ চাই। বিভেদ সৃষ্টি করে, আওয়ামী লীগকে ধ্বংস করবেন না। আমরা একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই, যেখানে কোন বিভেদ থাকবে না। প্রধানমন্ত্রীর জন্মদিনে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ (১৯৪৭-২০২২) পর্যন্ত দেশের ইতিহাসের চিত্র নতুন প্রজন্মকে জানান দেয়ার ব্যবস্থা করেছে তা প্রশংসনীয় হয়ে থাকবে।
এসময় আরো বক্তব্য রাখেন, ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক সংগঠনের মহাসচিব শাহাবুদ্দিন মজুমদার। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মজুমদার, নজরুল ইসলাম স্বপন, আলমগীর কবির পলাশ, যুবলীগ নেতা মাসুদ আলম পাটোয়ারী, জাকির হোসেন, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

২৯ সেপ্টেম্বর, ২০২২।