শাহরাস্তিতে আ.লীগ সম্পাদকের পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন। গত ১৪ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে তিনি পৌরসভার মেহার কালীবাড়ী পূজামন্ডপ, পালপাড়া পূজামন্ডপ, বর্ধনবাড়ী পূজামন্ডপ, চিকুটিয়া মজুমদার বাড়ী পূজামন্ডপ, উপলতা ঠাকুর বাড়ী পূজামন্ডপ, সাহাপুর চৌধুরী বাড়ী পূজামন্ডপ ও নাওড়া ঠাকুরবাড়ী পূজামন্ডপ পরিদর্শন ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় ও মন্ডপে অনুদান প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সাবেক উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলম পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন কবির হিরো, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রকি, যুবলীগ নেতা শামীম হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নিখিল মজুমদার, টুটুন মজুমদার, সুভাষ চন্দ্র মাধু, শাওন মজুমদার, রনজিৎ মজুমদার প্রমুখ।
প্রত্যেকটি পূজামন্ডপে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর পক্ষে অনুদান প্রদান করা হয়।

১৭ অক্টোবর, ২০২১।