নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা বিজয়ী হয়েছে ৫টিতে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে ২টিতে এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে ৩টি ইউনিয়নে।
সূচীপাড়া উত্তর ইউনিয়নে বিজয়ী হয়েছেন মো. মোস্তফা কামাল মজুমদার (নৌকা) প্রাপ্ত ভোট ৬,৩৭২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পাটোয়ারী (আনারস) প্রাপ্ত ভোট ৫,৯৯৫। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে বিজয়ী হয়েছেন মো. মাহতাব উদ্দিন আহমেদ হেলাল (নৌকা) প্রাপ্ত ভোট ৫,৬৩১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রশিদ (আনারস) প্রাপ্ত ভোট ৪,৯৪৭। মেহার দক্ষিণ ইউনিয়নে বিজয়ী হয়েছেন মো. রুহুল আমিন (নৌকা) প্রাপ্ত ভোট ৩,০৯৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম (আনারস) প্রাপ্ত ভোট ২,৩৪১। রায়শ্রী উত্তর ইউনিয়নে বিজয়ী হয়েছেন মো. মোশাররফ হোসেন মুশু (নৌকা) প্রাপ্ত ভোট ৫,১১৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম পাটোয়ারী লিটন (আনারস) প্রাপ্ত ভোট ৪,৬৫৫। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিজয়ী হয়েছেন ডা. আবদুর রাজ্জাক (নৌকা) প্রাপ্ত ভোট ৩৭৪৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল বাসার (মোটর সাইকেল) প্রাপ্ত ভোট ৩,৪০৬। টামটা দক্ষিণ ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম ভুঁইয়া (চশমা) প্রাপ্ত ভোট ৪,২৯৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল আহম্মেদ (আনারস) প্রাপ্ত ভোট ৩,৩৯৬। টামটা উত্তর ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক দর্জি (আনারস) প্রাপ্ত ভোট ৭,১১৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর কবির মজুমদার (নৌকা) প্রাপ্ত ভোট ৬,৩৮২। মেহার উত্তর ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম মজুমদার (আনারস) প্রাপ্ত ভোট ২,৯৮২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসেন (নৌকা) প্রাপ্ত ভোট ১,১৯৩। চিতোষী পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোবায়েদ কবির বাহাদুর (আনারস) প্রাপ্ত ভোট ৬,৬৩২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহাঙ্গীর আদেল (নৌকা) প্রাপ্ত ভোট ৪,৭৩৫। চিতোষী পূর্ব ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি. মো. আলম বেলাল (আনারস) প্রাপ্ত ভোট ৫,৬৮৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু ইউসুফ পাটোয়ারী (নৌকা) প্রাপ্ত ভোট ৪,০২৪।
উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
২৭ ডিসেম্বর, ২০২১।