শাহরাস্তিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের হল সুপার আটক

নোমান হোসেন আখন্দ/রাফিউ হাসান হামজা
শাহরাস্তিতে এসএসসি ২০২৫ সালের গণিত পরীক্ষায় প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে হাতেনাতে আটক করেছে প্রশাসন। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে শাহরাস্তি নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত হল সুপার আজমুল হক পরীক্ষার্থীদের এমসিকিউ অংশের উত্তর সরবরাহ করছিলেন। বিষয়টি নজরে আসে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষককে হাতেনাতে আটক করেন এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। পরে আজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবুল বাসার পরীক্ষা কেন্দ্রে গিয়ে অভিযুক্ত শিক্ষককে দুপুর ১২টা ১০ মিনিটে থানায় নিয়ে যান। এরপর সহকারী কমিশনার (ভূমি) পরীক্ষার শেষে কেন্দ্র সচিব মো. আযাদ হোসেনকে শাহরাস্তি থানায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ (এজাহার) দায়েরের নির্দেশ দেন। এই ঘটনার পর থেকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই এমন অনিয়মকে শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখছেন।
প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এসএসসি পরীক্ষার পরিবেশ নকলমুক্ত ও সুষ্ঠু রাখতে কেন্দ্রগুলোতে নজরদারি আরও জোরদার করা হবে এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নফাঁস বা উত্তর সরবরাহের মতো ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা দমন করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা করা হবে।
দায়িত্বরত কেন্দ্র সচিব আযাদ হোসেন জানান, অভিযুক্ত ৩ শিক্ষককে পরীক্ষার (চলতি) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খাঁন জানান, পরীক্ষায় অসুদপায় বা উত্তর বলে দেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, এ বিষয়ে কেন্দ্র সচিব বাদী হয়ে শাহরাস্তি থানায় নিয়মিত মামলা রুজু করেছেন। অভিযুক্ত শিক্ষককে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

২২ এপ্রিল, ২০২৫।