শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ব্যান্ড পার্টি নিয়ে বর্নাঢ্য র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হয়ে শাহরাস্তি থানা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে এবং থানার উপ-পরিদর্শক আবদুল আউয়ালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উওম এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী ও পৌর মেয়র হাজি আবদুল লতিফ।
বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম, কমিউনিটি পুলিশিং সিনিয়র সহ-সভাপতি ও শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি নুর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও কমিউনিটি পুলিশিং মহিলা সভানেত্রী জাহানারা ইমাম, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, কমিউনিটি পুলিশিং নেতা গোলাম মোস্তফা, আজিজুর রহমান মানিক, নিজাম উদ্দিন মিজান, মীর হোসেন বাবুল, বিকাশ মজুমদার, কামাল হোসেন, হুমায়ূন কবির সেন্টু, ইউসুফ মোল্লা, হাবিবুল ইসলাম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।