স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে এক ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা অবস্থায় অবৈধ ভেকু মেশিনটি জব্দ করেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের নির্দেশনায় গত বুধবার বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর মৌজায় অবৈধভাবে কৃষি জমিতে ভেকু বসিয়ে মাটি কাটার খবর পান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ঘটনাস্থল মনিপুর মৌজায় গিয়ে কৃষি জমিতে গিয়ে মাটি কাটা অবস্থায় অবৈধ ভেকু মেশিনটি জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় ১ লাখ টাকা) অর্থ দ- প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত ভেকুর মালিক নোয়াপাড়া গ্রামের রাশেদ আলমকে এক লাখ টাকা জরিমানা করে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার একটি পুলিশ টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রকাশ, এক শ্রেণির মাটি খেকো অবৈধ ব্যবসায়ী কৃষি জমি নিধনে নেমেছে। কৃষি জমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দ-নীয় অপরাধ। কৃষি জমির উর্বর মাটি কেটে তা বিক্রি করা যাবে না। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করলে এবং ট্রাক্টর বা অন্যকিছু ব্যবহার করে মাটি পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে। এসব আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
১৩ মে, ২০২৩।