রাফিউ হাসান হামজা
শাহরাস্তিতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে দুইজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শাহরাস্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হন শাহরাস্তি উপজেলার পৌর ১২নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে আবু বকর (৩৯)।
আহত আবু বকর জানান, ব্যবসায়ীক কাজ শেষে চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনে মেহের আসছিলাম। ট্রেনটি চিতোষী স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর শাহরাস্তি বাজার স্টেশন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে তার মাথায় পাথর লেগে আহত হন তিনি। তার সামনের বগিতেও একজন আহত হোন বলে তিনি জানান।
রেলওয়ে আইনের ১২৭ ধারা অনুযায়ী, ট্রেনে পাথর ছোড়া হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান আছে। ৩০২ ধারা অনুযায়ী, পাথর নিক্ষেপে কারও মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে এসব আইনে কারও শাস্তি হয়েছে, এমন নজির নেই।
১৩ ফেব্রুয়ারি, ২০২৫।