শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি

নোমান হোসেন আখন্দ

শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রভাবে জাতীয় থেকে উপজেলা পর্যায়ে সীমিত পরিসরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণার কথা থাকলে ও শাহরাস্তি উপজেলায় স্বাস্থ্য বিধি মেনে সফলভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে।

২১ থেকে ২৭ জুলাই পযন্ত কর্মসূচিগুলোর মধ্যে ছিল- উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং, প্রচারণা, ব্যানার, ফেস্টুন স্থাপন, মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চিত্র, কারেন্ট জাল ও ভেশাল জাল নিধন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, ৮টি জাল জব্দ ও ৮ জনকে জরিমানা, মাটি ও পানির গুণাগুন বিষয়ে ২৪ জন মৎস্য চাষিকে পরামর্শ প্রদান, প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি মাছের পোণা অবমুক্তকরণ ও সমাপণী আলোচনা সভা।

মাছের অবমুক্তকরণ ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা মৎস্য কমকতা মো. তৌসিব উদ্দীন, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ।

৩০ জুলাই, ২০২০।