
স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে রফিকুল ইসলাম হত্যা মামলায় মো. জাকির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চেড়িয়ারা ষষ্ঠি বাড়িতে প্রকাশ্য দিবালোকে রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যা করে। ওই ঘটনায় জড়িত মামলার এজাহারনামীয় আসামি মো. জাকির হোসেনকে গত মঙ্গলবার সন্ধ্যায় চেড়িয়ারা এলাকায় দেখতে পেয়ে স্থানীয় জনতা আটক করে।
পরে তারা আটকের বিষয়টি থানাকে জানায়। সংবাদ পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আবদুল আউয়াল রাত ৮টায় চেড়িয়ারা এলাকা হতে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক জাকির হোসেন ওই গ্রামের আবদুল মজিদ পাটোয়ারীর ছেলে।
উল্লেখ্য, ঐদিন তুচ্ছ ঘটনায় সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠি বাড়িতে প্রকাশ দিবালোকে রফিকুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ঘটনার দিন রাশেদ আহমেদ প্রকাশ কালু (৪৫) নামে এক যুবক আটক হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে।