নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে দুঃস্থ ও অসহায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার সুচীপাড়া উচ্চ বিদ্যালয়, ধামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. ইব্রাহীম খলিল।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথ, টিআই পিন্টু চন্দ্র দাস, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আ. ছাত্তার মজুমদার, ইউনিয়ন দলনেতা মনোয়ার হোসেন, সুচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব উল¬্যাহ, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ধামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দাসসহ ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীরা।
সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩শ’ জন পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যার মো. ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ত্রাণ বিতরণ কমসূচির আওতায় শাহরাস্তির ৩শ’ দুস্থ ও অসহায় আনসার-ভিডিপির সদস্যর মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমরা আমাদের সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। প্রত্যেক সদস্যকে আমরা ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের এ মহামারি থেকে সংক্রমনরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করে যাচ্ছে।
১৪ মে, ২০২০।