নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী দায়িত্বভার গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় তার নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে সকাল ১০টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের সভায় যোগদান করেন।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, সকলের আন্তরিক সহযোগিতা ও ভালবাসায় আজ এ চেয়ারে বসতে পেরেছি। বিশেষ করে আমাদের অভিবাভক, জাতির শ্রেষ্ঠ সন্তান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। উপজেলাবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা চাই। আমার উপর অর্পিত দায়িত্ব যেন জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে পারি সেজন্য উপজেলাবাসীর দোয়া চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, উপজেলা পরিষদের সিএ মো. শাহাবুদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের ড্রাইভার মো. মিজানুর রহমান তার পক্ষ থেকে একটি উপহার তুলে দেন নব-নির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান শেপালীকে।
১৮ অক্টোবর, ২০২১।