বেপরোয়া গতিকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ঘটনাস্থলে ২ নারী যাত্রী মারা গেছেন। এই দুর্ঘটনায় আরো ২৫ জন যাত্রী আহত হয়েছে। গত সোমবার সকাল আনুমানিক ১১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহরাস্তি পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামের হোমিও ডাক্তার মৃত রণজিৎ দাসের স্ত্রী ও চাঁদপুর হোমিও প্যাথিক কলেজের ডাক্তার প্রভ্রাংসু বিমল দাস সুমনের মা, দীবা রানী (৬৫) এবং কুমিল্লা জেলার নিমসার বুড়িচং উপজেলার হালগাও গ্রামের মৃত সুবল চন্দ্র ভৌমিকের স্ত্রী গীতা রানী ভৌমিক (৬২)।
গুরুতর আহতরা হলেন- আবদুল মান্নান (৫০), আয়েশা আক্তার (৩৮) রাবেয়া বেগম (৩৫), শহিদ উল্ল্যাহ (৫০), আবুল কালাম (৫৫), ইয়াছিন (১২), ফাহিমা বেগম (৪০), ও ইসমাইল হোসেন (১২) সহ ২৫ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে আসা চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস (কুমিল্লা মেট্রো ব- ১১-০০৮৪) দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী উঠা-নামা করে হাজীগঞ্জের দিকে আসছিলো। বাসটির বেপরোয়া গতির কারণে মৌতাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা শাহরাস্তি থানা পুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ সময় বাসের ভিতর থেকে দুইজন বয়স্ক নারী যাত্রীর মৃতদেহ ও আহত যাত্রীদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়াও অনেক যাত্রী নিজেরাই ব্যক্তিগতভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানান।
এদিকে দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বাসটির বেপরোয়া গতিকে উল্লেখ করেন। যার প্রমাণও পাওয়া গেছে, ভাইরাল হওয়া একটি ভিডিও মাধ্যমে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওটি দুর্ঘটনা কবলিত বাসের পেছনে থাকা অপর একটি পরিবহন থেকে তোলা হয়েছে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, দ্রুত গতিতে বাসটি সড়কে চলাচল করছে এবং ছোট-বড় বেশ কয়েকটি গাড়িকে অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়। স্থানীয়দের ধারণা, বাসটির বেপরোয়া গতির কারনে পেছনের কোন পরিবহনের স্টাফ অথবা কোন যাত্রী এই ভিডিওটি করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন শাহরাস্তি পৌর মেয়র প্রার্থী হাজি আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান, ট্রাফিক পুলিশ ইনচার্জ মো. কবির হোসেন, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদারসহ শাহরাস্তি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
১১ ফেব্রুয়ারি, ২০২১।