নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেয়েছেন কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদিকা নাসরিন জাহান চৌধুরী শেফালী। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায় নাসরিন জাহান চৌধুরী শেফালীকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। কেন্দ্রিয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
নাসরিন জাহান চৌধুরী শেপালী প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরীর সহধর্মিণী।
নাসরিন জাহান চৌধুরী শেফালী তার প্রতিক্রিয়ায় জানান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শোকরিয়া আদায় করছি। সেই সাথে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের অভিভাবক মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ও শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আগামি ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমাদানের শেষদিন, যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং নির্বাচনে ভোটগ্রহণ ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
১২ সেপ্টেম্বর, ২০২১।