শাহরাস্তিতে নৌকার মাঝি যারা

আবু মুছা আল শিহাব
শাহরাস্তিতে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাত ১১টায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
শাহরাস্তি উপজেলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন সূচীপাড়া উত্তর ইউনিয়নে মোস্তফা কামাল মজুমদার, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে মাহতাব উদ্দিন আহম্মেদ, চিতোষী পূর্ব ইউনিয়নে আবু ইউসুফ পাটওয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়নে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, রায়শ্রী উত্তর ইউনিয়নে মো. মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে আব্দুর রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়নে মো. মনির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়নে মো. রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়নে মোহাম্মদ আলমগীর কবির মজুমদার (পলাশ) ও টামটা দক্ষিণ ইউনিয়নে মো. শফিকুর রহমান মজুমদার।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোয়নপত্র যাছাই-বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২৬ ডিসেম্বর।
মূলতঃ তফসিল ঘোষণার পর থেকে এ উপজেলার ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ শুরু করেছিলেন সম্ভাব্য প্রার্থীরা। এর আগে উপজেলার ১০টি ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা করে নৌকার মনোয়ন প্রত্যাশীদের নামের তালিকা তৈরী করে উপজেলা আওয়ামী লীগ। নিয়ম অনুযায়ী সেই তালিকা প্রেরণ করা হয়েছে জেলা আওয়ামী লীগের কাছে। জেলা আওয়ামী লীগ নিয়ম অনুযায়ী সেই তালিকা কেন্দ্রে প্রেরণ করেছে। সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় আওয়ামী লীগ নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করে।
শাহরাস্তি উপজেলায় ৭২জন প্রার্থী নৌকা মনোনয়নের প্রত্যাশী ছিলেন।
এদিকে বসে নেই বিএনপিও। উপজেলার ১০টি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে বিএনপি। এমন ইঙ্গিত দেন বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন দলীয় প্রতীক নয়, যদি কেউ ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের দলের পক্ষ থেকে কোন বাঁধা নেই। তবে শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ থেকেও অনেকে স্বতন্ত্র নির্বাচন করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
শাহরাস্তি উপজেলার প্রত্যেক ইউনিয়নেই বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেছে। তবে কোন কোন ইউনিয়নে বিএনপির ১ এর অধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যেই অনেকেই অপেক্ষা করছে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে কে মনোনয়ন পাচ্ছে তার উপর নির্ভর করবে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী কে নির্বাচন করবে।

২৫ নভেম্বর, ২০২১।