শাহরাস্তিতে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর বিদায় সংবর্ধনা

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. আফসানা শর্মির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৯টায় শাহরাস্তি থানার উদ্যোগে থানার মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেনের সভাপতিত্বে এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল আলমের পরিচালনায় বিশেষ বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, জেলা পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী, পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জেড এম আনোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন আখন্দসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, চাঁদপুরের ৮টি থানার অফিসার ইনচার্জ, থানার বিভিন্ন স্তরের পুলিশ সদস্য, কমিউনিট পুলিশের নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন।

১৭ জুলাই, ২০২৩।