শাহরাস্তিতে প্রাইভেটকার থেকে ১৬শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ১৬শ’ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মো. জিয়াউদ্দিন রিয়াজ (৩২) নামের একজনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। গতকাল রোববার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচৌঁ এলাকা থেকে ১৬শ’ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ করা হয়।
আটক মাদক চোরা কারবারি মো. জিয়াউদ্দিন রিয়াজ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে। পুলিশ তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে বলে জানিয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানায়, শাহরাস্তি মডেল থানার ইনচার্জ আবদুল মান্নানের নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মেহার উত্তর ইউনিয়নের বানিয়াচৌঁ এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কুমিল্লা থেকে আসা চাঁদপুরগামী একটি প্রাইভেটকারে তল্লাশী ১৬শ’ বোতল ফেন্সিডিল জব্দ করে। পুলিশ ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ মাদক কারবারি জিয়াউদ্দিন রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযানে আরো অংশ নেন শাহরাস্তি মডেল থানার খিলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদুল ইসলাম, এসআই মো. মহিউদ্দিন, সৈকত দাশ গুপ্ত, মো. রোকন উদ্দিন, জনি কান্তি দে, মো. আনিছুর রহমান, সহকারী উপ-পরিদর্শক শোয়েব আখন্দ।
শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান জানান, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ এটি। মাদকের বিরুদ্ধে শাহরাস্তি থানার এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৪ মার্চ, ২০২২।