শাহরাস্তিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে বিজয়ী মেহার দক্ষিণ ইউপি

শাহরাস্তি ব্যুরো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) ২০২১ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার (৩১ মে) বিকাল ৫টায় মেহার উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ণে তরুণ প্রজন্ম আগামিদিনে ক্রীড়ায় এ দেশ ও জাতির সম্মান অক্ষুণ্ন রাখবে। বিশে^র বুকে বাংলাদেশকে নতুন করে পরিচয়ের মাধ্যমে গৌরবান্বিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যাহ চৌধুরী, উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ, মেহার দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সিএ মো. শাহাবুদ্দিন।
খেলার নির্ধারিত সময়ে মেহার দক্ষিণ ইউপি দল ১-০ গোলের ব্যবধানে চিতোষী পশ্চিম ইউপি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ ১১টি দল অংশগ্রহণ করে।

০২ জুন, ২০২১।