নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন জাহান চৌধুরী শেফালী। গত শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেনের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন অপর দুই প্রার্থী মো. হেলাল আহম্মেদ ও বাবুল হোসেন মিজি।
ফলে নির্বাচনে একক প্রার্থী হিসেবে নাসরিন জাহান চৌধুরী শেপালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ প্রার্থী হন তিনজন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নাসরিন জাহান চৌধুরী শেপালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হেলাল আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন আওয়ামী লীগের প্রার্থী নাসরিন জাহান চৌধুরী শেফালী আছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিধিমালা অনুসরণ করে তাকে বিজয়ী ঘোষণা করবেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ৭ অক্টোবর বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্লাহ চৌধুরীর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরপর উপ-নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত হন নাসরিন জাহান চৌধুরী শেফালী। তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্লাহ চৌধুরীর সহধর্মিণী। তিনি বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
২০ সেপ্টেম্বর, ২০২১।